ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রক্তরাঙা কৃষ্ণচূড়া Logo রাজবাড়ীতে ২০হাজার মুসল্লীর অংশগ্রহণে শোক মিছিল অনুষ্ঠিত Logo ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা সেবা পেয়ে সন্তোষ জনগণ Logo ঈদের ছুটিতেও সেবা মিলেছে রাজবাড়ীর পরিবার কল্যাণ কেন্দ্রে, খুশি প্রসূতিরা Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo বালিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত Logo বালিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত Logo রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ Logo রাজবাড়ীতে আল-খায়ের ফাউন্ডেশন’র উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান Logo দূর্ণীতি মুক্ত খানখানাপুর ইউনিয়ন পরিষদ উপহার দেবার চেষ্টা করছি——– চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রক্তরাঙা কৃষ্ণচূড়া

রক্তরাঙা কৃষ্ণচূড়া

লেখিকা—- কারিনা আক্তার

আকাশ জুড়ে নীলের খেলা,
পাতায় পাতায় জোছনার মেলা,
হাওয়ায় দুলে লাল কৃষ্ণচূড়া—
রঙে রঙে তুমুল নূড়া।

তোমায় দেখে থামে পথিক,
চোখে ভাসে অপার সঙ্গীত।
নিভৃতে সে মুগ্ধ হয়ে,
হারায় ভাষা, স্বপ্ন বয়ে।

তুমি যেন আগুন-রাণী,
রূপে ভেজা মৌন বাণী।
স্মৃতির পাতায় নামটা রাখো—
বিষাদ মিশে, প্রেমও ঢাকো।

ভিনদেশি এক পথিক এসে,
রূপে তোমার ডুবে হেসে,
চুপটি থেকে তুলল ছবি,
আলো-ছায়ায় কাঁপে রবি।

শেষ নিঃশ্বাস কোথায় হারায়?
কে বলিবে—প্রাণটা কারায়?
তবুও তুমি দুলে চলো—
রক্তরাঙা প্রেমে ভাসো।

বাক্য অর্থ:

  • তুমুল- শক্তিশালী, প্রচণ্ড বা উত্তেজনাপূর্ণ।
  • নূড়া-  “ধ্বংসস্তুপ” বা “ছিঁড়ে ছিঁড়ে যাওয়া অংশ”।
  • পথিক- যাত্রী।এমন একজন ব্যক্তি, যিনি কোথাও যাচ্ছেন বা পথ অতিক্রম করছেন
  • অপার- অসীম,অন্তহীন।
  • মুগ্ধ- আনন্দিত, অভিভূত।
  • মৌন- নিঃশব্দ, নির্বাক, যিনি কথা বলেন না, বা যিনি চুপ রয়েছেন ।
  • বিষাদ- গভীর দুঃখ, বেদনাবোধ, মনোমালিন্য।
  • ভিনদেশি- অন্য দেশ থেকে আগত ব্যক্তি বা বস্তু।
  • রবি- সূর্য
  • রক্ত = লাল রঙের তরল যা দেহে প্রবাহিত হয়।
  • রাঙা = রঙানো বা রঙের সাথে সম্পর্কিত।
ট্যাগস :

রক্তরাঙা কৃষ্ণচূড়া

রক্তরাঙা কৃষ্ণচূড়া

আপডেট সময় ০৭:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

রক্তরাঙা কৃষ্ণচূড়া

লেখিকা—- কারিনা আক্তার

আকাশ জুড়ে নীলের খেলা,
পাতায় পাতায় জোছনার মেলা,
হাওয়ায় দুলে লাল কৃষ্ণচূড়া—
রঙে রঙে তুমুল নূড়া।

তোমায় দেখে থামে পথিক,
চোখে ভাসে অপার সঙ্গীত।
নিভৃতে সে মুগ্ধ হয়ে,
হারায় ভাষা, স্বপ্ন বয়ে।

তুমি যেন আগুন-রাণী,
রূপে ভেজা মৌন বাণী।
স্মৃতির পাতায় নামটা রাখো—
বিষাদ মিশে, প্রেমও ঢাকো।

ভিনদেশি এক পথিক এসে,
রূপে তোমার ডুবে হেসে,
চুপটি থেকে তুলল ছবি,
আলো-ছায়ায় কাঁপে রবি।

শেষ নিঃশ্বাস কোথায় হারায়?
কে বলিবে—প্রাণটা কারায়?
তবুও তুমি দুলে চলো—
রক্তরাঙা প্রেমে ভাসো।

বাক্য অর্থ:

  • তুমুল- শক্তিশালী, প্রচণ্ড বা উত্তেজনাপূর্ণ।
  • নূড়া-  “ধ্বংসস্তুপ” বা “ছিঁড়ে ছিঁড়ে যাওয়া অংশ”।
  • পথিক- যাত্রী।এমন একজন ব্যক্তি, যিনি কোথাও যাচ্ছেন বা পথ অতিক্রম করছেন
  • অপার- অসীম,অন্তহীন।
  • মুগ্ধ- আনন্দিত, অভিভূত।
  • মৌন- নিঃশব্দ, নির্বাক, যিনি কথা বলেন না, বা যিনি চুপ রয়েছেন ।
  • বিষাদ- গভীর দুঃখ, বেদনাবোধ, মনোমালিন্য।
  • ভিনদেশি- অন্য দেশ থেকে আগত ব্যক্তি বা বস্তু।
  • রবি- সূর্য
  • রক্ত = লাল রঙের তরল যা দেহে প্রবাহিত হয়।
  • রাঙা = রঙানো বা রঙের সাথে সম্পর্কিত।