ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এক গুচ্ছ কদম হাতে

এক গুচ্ছ কদম হাতে
লেখিকা- কারিনা আক্তার

তোমাকে খুঁজতে বেরিয়েছি
বর্ষার ভেজা পথে।
মেঘলা আকাশ ডাকে যেন
স্মৃতির সেই ছোটো প্রান্তে।

তুমি ছিলে জলরঙে আঁকা,
ভেজা দুপুর, নরম ছোঁয়া,
চোখের পাতায় রোদ ওঠা এক
নির্ভুল ভালোবাসা ছোঁয়া।

কদমের গন্ধে আজও বাজে
তোমার ফেলে যাওয়া গান,
সেই সুরেই মন ডুবে যায়,
ভিজে হৃদয়, ভিজে প্রাণ।

পথের ধারে থেমে ভাবি
আজও যদি ফিরে আসো,
আমার হাতে কদম দেখে
চোখে রাখো প্রেমের ভাষা।

ট্যাগস :

এক গুচ্ছ কদম হাতে

এক গুচ্ছ কদম হাতে

আপডেট সময় ০৭:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

এক গুচ্ছ কদম হাতে
লেখিকা- কারিনা আক্তার

তোমাকে খুঁজতে বেরিয়েছি
বর্ষার ভেজা পথে।
মেঘলা আকাশ ডাকে যেন
স্মৃতির সেই ছোটো প্রান্তে।

তুমি ছিলে জলরঙে আঁকা,
ভেজা দুপুর, নরম ছোঁয়া,
চোখের পাতায় রোদ ওঠা এক
নির্ভুল ভালোবাসা ছোঁয়া।

কদমের গন্ধে আজও বাজে
তোমার ফেলে যাওয়া গান,
সেই সুরেই মন ডুবে যায়,
ভিজে হৃদয়, ভিজে প্রাণ।

পথের ধারে থেমে ভাবি
আজও যদি ফিরে আসো,
আমার হাতে কদম দেখে
চোখে রাখো প্রেমের ভাষা।