ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

—দুরবস্থা—

লেখক: কবি শঙ্কর সরকার 

যখন দেখব দেশের দুরবস্থা
নেতাদের প্রতি নেই কোন আস্তা
জয়নুলের মত আঁকব ছবি।
তবুও না হলে পরে
আমি রবীন্দ্রনাথ হব
লিখে লিখে অন্তর দিয়ে বোঝাব।
তবুও না হলে পরে
হব আমি বিদ্রোহী
কাজী নজরুলের মত কবি।
তবু্ও  না হলে পরে
হাতে তুলে নেব অস্ত্র
চাইবো দেশের নেতাদের কাছে
খাদ্য অন্ন আর বস্ত্র।
অবশেষে যদি হয় মও
হয়ে যাব আমি দেশ-
বরণ্য কবি মধুসূদন দত্ত।

—দুরবস্থা—

আপডেট সময় ১০:৪৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
যখন দেখব দেশের দুরবস্থা
নেতাদের প্রতি নেই কোন আস্তা
জয়নুলের মত আঁকব ছবি।
তবুও না হলে পরে
আমি রবীন্দ্রনাথ হব
লিখে লিখে অন্তর দিয়ে বোঝাব।
তবুও না হলে পরে
হব আমি বিদ্রোহী
কাজী নজরুলের মত কবি।
তবু্ও  না হলে পরে
হাতে তুলে নেব অস্ত্র
চাইবো দেশের নেতাদের কাছে
খাদ্য অন্ন আর বস্ত্র।
অবশেষে যদি হয় মও
হয়ে যাব আমি দেশ-
বরণ্য কবি মধুসূদন দত্ত।