ফরিদপুরের মধুখালী উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বুধবার (২রা অক্টোবর) সকাল ১১ টায় মধুখালী প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভার আয়োজন করা হয়। মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, মোঃ শরিফুল ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর কৃষক দলের আহবায়ক নুরুন্নবী মিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো: তারিকুল ইসলাম এনামুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক ভিপি ও উপজেলা কৃষকদলের আহব্বায়ক মেহেদী হাসান মন্নু, বিএনপি নেতা আবু নসর টিটো, কামরুজ্জামান মিন্টু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।