মহান বিজয় দিবসে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতাকামী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাগরিক টিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান বাংলা টিভি ও সময়ের আলোর জেলা প্রতিনিধি, সহ-সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ উপস্থত ছিলেন।