উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে রাজবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭ মেয়াদি) সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৯ ভোট পেয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো.শহিদুল ইসলাম হিরণ নির্বাচিত হয়েছেন ।
নির্বাচনে ৩ ভোটের ব্যবধানে সভাপতি পদে আবু মুসা বিশ্বাস (দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন (বাসস) পরাজিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন খোন্দকার আব্দুল মতিন (সম্পাদক, দৈনিক মাতৃকণ্ঠ), এম মনিরুজ্জামান (আরটিভি ও দৈনিক নয়াদিগন্ত) ও কামরুন্নাহার (দৈনিক ঢাকার ডাক), বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন (দৈনিক কালেরকণ্ঠ ও একুশে টেলিভিশন) ও মো. সাজিদ হোসেন (এসএ টিভি), বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক হয়েছেন মো. মতিউর রহমান (দৈনিক যায়যায় দিন), বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন আবুল কালাম (দৈনিক সোনালী বার্তা) ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা সম্পাদিকা হয়েছেন হাফিজা খাতুন (দৈনিক মাতৃভাষা)।
এর আগে বিকেল সাড়ে ৪ টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে ক্লাবের বিদায়ী সভাপতি খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতে ক্লাবের আয়- ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন অডিট কমিটির আহ্বায়ক এম মনিরুজ্জামান। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। সভায় উপস্থিত ক্লাবের সদস্যরা অডিট ও সম্পাদকীয় প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন এবং ধন্যবাদ জানান।
এরপর রাতে দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ১৭ জন সদস্যের মধ্যে ১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) এটিএম রফিক উদ্দিন। নতুন এই কমিটি আগামী ২০২৫-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্বপালন করবে।