রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের (২০২৪-২০২৬) সালের দ্বি-বার্ষিক কমিটিতে মোহাম্মাদ সোহেল মিয়া (বার্তা-২৪ ও দৈনিক সমকাল) সভাপতি ও কামরুজ্জামান কামরুল (সময়ের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১২ই জুলাই) সকালে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এই দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়। এর আগে কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসের (সকালের সময়) সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
সভার পর দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বারের মতো মোহাম্মাদ সোহেল মিয়াকে সভাপতি ও কামরুজ্জামান কামরুলকে সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত করে দশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু (সময়ের প্রত্যাশা), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা (অনুসন্ধান), সদস্য জাকির হোসেন (গণসংহতি), সমীর কান্তি বিশ্বাস (সকালের সময়), অনিক সিকদার (আজকের পত্রিকা) ও আশরাফুল ইসলাম (নিউজ২১ বাংলা)।
সাধারণ সভার শুরুতেই ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত রঘুনন্দন শিকদারের আত্মার শান্তি কামনা করেন সকল গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রেসক্লাবের দুই বারের নির্বাচিত সভাপতি মোহাম্মাদ সোহেল মিয়া বলেন, দ্বিতীয়বারের মতো আমি ঐতিহ্যবাহী বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ্। ২০০০ সালে প্রেসক্লাবটি প্রতিষ্ঠা করেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি প্রয়াত রঘুনন্দন সিকদার (রঘু কাকা)। দেখতে দেখতে ক্লাবটির বয়স ২৪ বছর। রঘু কাকাও প্রয়াত হয়েছেন ৩ বছর। রঘু কাকা ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তার আসনে আমাকে বসিয়ে যে সম্মানে আমাকে সম্মানীত করেছেন ক্লাবের সকল সদস্য, ব্যক্তিগত ভাবে আমি তাদের কাছে দায়বদ্ধ হয়ে থাকলাম।
তিনি আরো বলেন, ক্লাবের সম্মানীত সকল সদস্য আমার প্রতি যে আস্থা রেখেছেন সে আস্থার মর্যাদা আমি রাখতে বদ্ধপরিকর। আপনাদের আন্তরিকপূর্ণ সহযোগিতা আর ভালোবাসা আমার আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।