ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রক্তরাঙা কৃষ্ণচূড়া Logo রাজবাড়ীতে ২০হাজার মুসল্লীর অংশগ্রহণে শোক মিছিল অনুষ্ঠিত Logo ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা সেবা পেয়ে সন্তোষ জনগণ Logo ঈদের ছুটিতেও সেবা মিলেছে রাজবাড়ীর পরিবার কল্যাণ কেন্দ্রে, খুশি প্রসূতিরা Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo বালিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত Logo বালিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত Logo রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ Logo রাজবাড়ীতে আল-খায়ের ফাউন্ডেশন’র উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান Logo দূর্ণীতি মুক্ত খানখানাপুর ইউনিয়ন পরিষদ উপহার দেবার চেষ্টা করছি——– চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

ইউপি সচিবদের তিন দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পদবী নির্বাহী কর্মকর্তা করণ সহ তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা।

শনিবার (২৪শে আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার তোপখানা রোডের হোটেল রয়েল প্যালেসে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দাবিগুলো হলো- পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের সচিব পদের নাম ‘নির্বাহী কর্মকর্তা’ করা।

নির্বাহী কর্মকর্তা পদবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন স্কেল নবম গ্রেড প্রদান করা। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং মেয়াদোত্তীর্ণ বা নতুন ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে বাইরে থেকে কোনো কর্মকর্তাকে নিয়োগ না দিয়ে ওই পদে তাদেরই ডেপুটেশনে সরকারি কর্মকর্তা হিসেবে ইউনিয়ন পরিষদে পদায়ন করা।

লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো: মাহাবুব আলম মোল্লা এসব দাবি তুলে ধরে বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের বর্তমান পদনাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধিত আইন-২০২৪ এ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে, যা চরম বৈষম্যমূলক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি ও সংস্কারগুলো অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ না করলে বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি রাজপথে সময়োপযোগী কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে হঠাৎ বন্যায় মানবিক কারণে পূর্বঘোষণা অনুযায়ী রবিবার (২৫শে আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠেয় তাদের অবস্থান কর্মসূচিটি আপাতত স্থগিত করা হলো।

বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল মমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির মীর বারেক (ঢাকা), হাসানুর জামান (দিনাজপুর), চন্দন কুমার দাস (কুমিল্লা) এবং দাবি বাস্তবায়ন কমিটির বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রক্তরাঙা কৃষ্ণচূড়া

ইউপি সচিবদের তিন দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পদবী নির্বাহী কর্মকর্তা করণ সহ তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা।

শনিবার (২৪শে আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার তোপখানা রোডের হোটেল রয়েল প্যালেসে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দাবিগুলো হলো- পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের সচিব পদের নাম ‘নির্বাহী কর্মকর্তা’ করা।

নির্বাহী কর্মকর্তা পদবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন স্কেল নবম গ্রেড প্রদান করা। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং মেয়াদোত্তীর্ণ বা নতুন ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে বাইরে থেকে কোনো কর্মকর্তাকে নিয়োগ না দিয়ে ওই পদে তাদেরই ডেপুটেশনে সরকারি কর্মকর্তা হিসেবে ইউনিয়ন পরিষদে পদায়ন করা।

লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো: মাহাবুব আলম মোল্লা এসব দাবি তুলে ধরে বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের বর্তমান পদনাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধিত আইন-২০২৪ এ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে, যা চরম বৈষম্যমূলক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি ও সংস্কারগুলো অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ না করলে বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি রাজপথে সময়োপযোগী কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে হঠাৎ বন্যায় মানবিক কারণে পূর্বঘোষণা অনুযায়ী রবিবার (২৫শে আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠেয় তাদের অবস্থান কর্মসূচিটি আপাতত স্থগিত করা হলো।

বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল মমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির মীর বারেক (ঢাকা), হাসানুর জামান (দিনাজপুর), চন্দন কুমার দাস (কুমিল্লা) এবং দাবি বাস্তবায়ন কমিটির বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।