পিলখানায় পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পূর্নবহাল সহ ৯দফা দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসককের কাছে স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী বিডিআর কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন শেষে স্মারক লিপি প্রদান করা হয়। বিডিআর কল্যাণ পরিষদের রাজবাড়ী জেলা সমন্বয়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলায় চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত ল্যান্স নায়েক আমিরুল ইসলাম, আব্দুল জলিল, আ: সালাম, মো: নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, হাবিলদার সোহরাব ইসলাম, শফিকুল ইসলাম সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, চাকুরীচ্যুত তৎকালীন ফ্যাসিষ্ট সরকার সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন করতে বাংলাদেশ রাইফেলস কে ধ্বংস করার জন্য, সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র পূর্বক পিলখানা হত্যাকান্ড সংগঠিত করে। ওই হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন সাহাদাৎ বরন করে। ঘটনা পরবর্তী ফ্যাসিষ্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধংস ও নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংঙ্গায়িত করে ১৮৫২০ জন বিডিআর কে চাকুরীচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে।
পরে তারা পিলখানা হত্যাকান্ডে শাহাদৎ বরনকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা, ২৫ ফেব্রুয়ারী দিনটিকে পিলখানার ট্র্যাজেডি দিবস ঘোষনাসহ ৯য় দফা দাবীতে মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের কাছে স্মারকলিপি প্রদান করেন।