‘জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে।
রবিবার (০৬ই অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক।
এসময় বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার অচিন্ত্য কুমার, পুলিশ সুপার কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আলী জিন্নাহ, মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ ওহিদুজ্জামান প্রমুখ ।
আলোচনা সভায় সঞ্চালনা করেন স্থানীয় সরকার ও গোপনীয় শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল।
সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন লক্ষমাত্রায় জেলায় একটি পৌরসভা ও ৩টি ইউনিয়ন পরিষদকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ হয়ে ১ম পুরষ্কার সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদ, ২য় পুরষ্কার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদ ও ৩য় পুরষ্কার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ পুরষ্কার গ্রহণ করেন। এছাড়া শ্রেষ্ঠ পৌরসভার পুরষ্কার গ্রহণ করে পাংশা পৌরসভা।
এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা উপস্থিত ছিলেন।