রাজবাড়ীর কালুখালী উপজেলাতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকালে দিবসটি উপলক্ষ্যে কালুখালী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল, উপজেলা আইসিটি অফিসার মোঃ মিলন হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী প্রমুখ। এসময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক সহ উপজেলার ৭টি ইউনিয়নের সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জন্ম মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা উল্লেখ করে নানা জটিলতা নিরসনে করণীয় সম্পর্কে দ্রুত কার্যকর ভূমিকা গ্রহণ করতে বলেন।