‘আগামী প্রজন্মকে সক্ষম করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলাতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ই অক্টোবর) সকালে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সকালে বিদ্যালয় মাঠে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিদ্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, কালুখালী ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) ইনচার্জ মোঃ বাকী বিল্লাহ, উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গ্যাস ও জ্বালানী তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসতঘরের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় ও হতাহতদের উদ্ধারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৌশল প্রদর্শন করেন।