রাজবাড়ী জেলার ২৫তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ইতি পূর্বে তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রবিবার ( ৩রা নভেম্বর) সকাল ৯টায় রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের নিকট থেকে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর তিনি জেলা ট্রেজারি শাখা পরিদর্শন ও দায়িত্ব গ্রহণ করেন।
এসময় এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারগণসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০০৬ সালে ২৫তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন। জেলার এনডিসি হিসেবে দীর্ঘ সময় লালমনিরহাট ও পরে নীলফামারী জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সহকারী কমিশনার(ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজারের সদরে উপজেলায়ও দায়িত্ব পালন করেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মদক্ষতার পুরস্কার হিসেবে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃতিত্বের সঙ্গে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি দেশে ফিরে নৌ-পরিবহন মন্ত্রনালায়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০২২ সালে উপসচিব হিসেবে পদোন্নতি পান।
উল্লেখ্য যে, গত ১৪ই সেপ্টেম্বর সাবেক জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের কাছে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে রাজবাড়ী থেকে অবমুক্ত হন। গত ১৪ই সেপ্টেম্বর থেকে গতকাল ২রা নভেম্বর পর্যন্ত ১মাস ১৯দিন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।