রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬শে নভেম্বর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ ভাবে এ সেমিনারের আয়োজন করে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ও জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোঃ তারিফ-উল-হাসান সহ প্রমুখ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, রাজবাড়ী চেম্বার-অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছমির উদ্দিন, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, রাজবাড়ী ক্যাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আব্দুর রউফ হিটু প্রমুখ।
সেমিনারে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।