রাজবাড়ীর পাংশা উপজেলাতে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭শে নভেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা।
এসময় সভায় পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মৎস কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোয়াজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফকির মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রাজিব খান, সোহান মন্ডল, রেজোয়ান হোসেনের মা রিপা রশিদ, সমন্বায়ক প্রতিনিধি সাগর শিকদার, হাসিবুল ইসলাম শান্ত, উপজেলার সকল কর্মচারী-কর্মকর্তা সহ আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্য সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।