রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজে উদ্যোগে জুলাই-আগষ্টে গণঅভ্যুত্থান ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ডা: আবুল হোসেন কলেজের প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় ডা: নাজমুল হোসেন অডিটোরিয়াম রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম।
স্মরণ সভায় ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি চারণ করেন নিহত শহীদ গণির স্ত্রী লাকী আক্তার, শহীদ সাগরের বাবা মোঃ তোফাজ্জল হোসেন, আহত আতিক হাসান রাফি, মীর মাহমুদ সুজন, সোহানা ইসলাম, আলতাব মাহমুদ সাগর, জমিস উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: সাঈদুর জ্জামান সাকিব, মিরাজুল মাজীদ তূর্য, মোহাম্মদ হৃদয়, রাজিব।
ডা: আবুল হোসেন কলেজ ছাত্র তাহসীন বিন আতিয়ার তামিমের পরিচালনায় অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম মিয়া, সহকারী অধ্যাপক মো: আফজাল হোসেন, সহযোগী অধ্যাপক মো: সেলিম মিয়া, সহকারী অধ্যাপক মো: আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক নুর আব্দুল্লাহ সাঈদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ইয়ামিন আক্তার প্রিয়া সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ডা: আবুল হোসেন কলেজ মসজিদের ইমাম মো: জিয়াউর রহমান।