রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ৯টায় জেলার লোকশেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিমের নেতৃত্ব কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দরা বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পন করেন।
কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: হাবিবুর রহমান সরদার, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা বিভাগ) সেলিম মিয়া, সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) নুরুল ইসলাম মিয়া, সহকারী অধ্যাপক (অর্থনীতি) ইয়াসমিন আক্তার সহ কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জনের কার্যালয় সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর সমূহ ফুলেল শ্রদ্ধা অপর্ণ করা হয়।
পরে ডা: আবুল হোসেন কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষকগণ সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।