মহান বিজয় দিবসে রাজবাড়ীর শহরের ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
খেলা বিদ্যালয়ের নবম শ্রেণীর খেলোয়াররা (২-১) গোলে অষ্টম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে ট্রফি তুলেন দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান মো: রেজাউল করিম।
খেলায় লেফারির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শারিরীক শিক্ষা শিক্ষক শিল্পী বেগম। লাইনম্যান হিসেবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতাপ মন্ডল ও রইচ উদ্দিন দায়িত্ব পালন করে।
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক তপন কুমার পাল, মো: হাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।