যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজে মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ৮টায় কলেজের শিক্ষক ও কর্মচারীরা রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করে।
ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম নেতৃত্ব একটি বিজয় র্যালী বের হয়। কলেজ থেকে র্যালীটি শহরের এক নম্বর রেলগেট এলাকায় শেষ হয়।
স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন ও বিজয় র্যালীতে কলেজে সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) নুরুল ইসলাম মিয়া, সহকারী অধ্যাপক (ভূগোল) মো: সাহেব আলি বিশ্বাস, সহকারী অধ্যাপক(ব্যবস্থাপনা) মো: সেলিম মিয়া, সহকারী অধ্যাপক( অর্থনীতি) মো: কাওসার হামিদ, সহকারী অধ্যাপক খন্দকার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জৈষ্ঠ প্রভাষক (ইংরেজি) হাবিবুর রহমান সরদার, জৈষ্ঠ প্রভাষক (রসায়ন) শাহজাহান খান, জৈষ্ঠ প্রভাষক (গণিত) সরোওয়ার্দী মোল্লা, প্রভাষক (অর্থনীতি) ইয়াসমিন আক্তার প্রিয়া, প্রভাষক (দর্শন) শামীমা মুনমুন, প্রভাষক (ব্যবস্থাপনা) মো: আরিফুর রহমান, প্রভাষক (ব্যবস্থাপনা) মো: মাসুদ বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকগণ ও কর্মচারীবৃন্দরা।
পুষ্পস্তবক অর্পন শেষে কলেজ মাঠে বিজয়ী দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।