বাংলাদেশ ভূমি অফিসার কল্যান সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী পৌর ভূমি অফিস সংলগ্ন বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতি জেলা শাখার কার্যালয় থেকে বিজয় র্যালী বের হয়।
পরে র্যালীটি রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে শহরের ১নম্বর রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এসে শেষ হয়। র্যালী শেষে সংগঠনের নেতৃবৃন্দরা রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় সংগঠনের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ইউনুছ আলী মুন্সী, রাজবাড়ী শাখার উপদেষ্টা এস.এম রেজাউল করিম, উপদেষ্টা সুদর্ষণ কুমার সাহা, সহ-সভাপতি ও সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি রেজা মো: ইলিয়াস কবির, সহ-সভাপতি প্রণয় কুমার বাকচি, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: ওমর ফারুক, কোষাধক্ষ মো: শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো: রাশেদুল হোসেন, জেলা শাখার সদস্য ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম পীর, মো: শাহ আলম মিয়া, সদস্য আনোয়ারা খাতুন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পন শেষে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইউনুছ আলী মুন্সী।