জনতা ব্যাংক পিএলসি’র রাজবাড়ী জেলার সকল শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজবাড়ীর পান্না চত্ত্বরের সমবায় মার্কেটের সামনে (জনতা ব্যাংক কোট শাখা) থেকে একটি বিজয় র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এসে শেষ হয়। পরে রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জনতা ব্যাংক পিএলসি’র রাজবাড়ী কোট শাখার ম্যানেজার আশরাফুল আলম, রাজবাড়ীর প্রধান শাখার অ্যাডভ্যান্স অফিসার মুহাম্মদ মাসুদ মিয়া, সিনিয়র অফিসার অলোক কুমার বিশ্বাস, সিনিয়র অফিসার রাসেল খান, কোট শাখার সিনিয়র অফিসার মাকসুদুর রহমান, সিনিয়র অফিসার এরশাদ আলী খান, অফিসার রফিকুন ন্নেছা লিপি, খানখানাপুর বাজার শাখার অফিসার মো: সাদ্দাম হোসেন সহ প্রধান শাখা ও কোট শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।