রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ৭টায় দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলমের নেতৃত্ব কর্মকর্তা ও কর্মচারীরা শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক সালেহ আহমেদ, সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক মোহাম্মদ আরেফিন হোসেন, নৈশ প্রহরী রাখাল চন্দ্র রায়, রিয়াজ উদ্দিন সহ কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সন্ধ্যা হতে শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জায় সজ্জিত রাখা হয়।