রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। র্যালিটি কালুখালী উপজেলা সড়ক ও রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কালুখালী উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন উপস্থিত ছিলেন ।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।