রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস ডে) পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় রাজবাড়ী সরকারি কলেজ সংলগ্ন রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে যীশু খ্রিস্টের শুভ জন্মদিন পালন করে অতিথি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
কেক কেটে যীশু খ্রিস্টের শুভ জন্মদিন পালন শেষে উপস্থিত শিশুদের হাতে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকের এ দিনে আমাদের যত সংকীর্ণতা, পাপ রয়েছে, আমরা সেগুলোকে ধুয়ে ফেলে দেই। আমরা আগামী দিনে যে স্বপ্নের সুন্দর একটি রাষ্ট্র দেখি, সুন্দর একটি সমাজ দেখি, যেখানে সবাই যে যার যার উৎসব পালন করবো। সেখানে সবাই অংশ গ্রহণ করবো। আমাদের যে সাম্প্রদায়িতক সম্প্রতির বাংলাদেশ এটি বিশ্বের মান চিত্রে ফুটিয়ে তুলতে চাই। সেই সমাজ যদি আমরা গড়তে পারি তাহলে যে কাঙ্খিত লক্ষ্য রাষ্ট্রের উন্নয়ন সেটা সম্ভব হবে।
ব্যাপ্টিস্ট চার্চের পালক জেমস হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, জেলা প্রশাসকের সহধর্মিণী ও রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মারিয়া হক,এনডিসি নাহিদ আহমেদ, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান, ডিআইও-১ এম সাকের আহমেদ,চার্চের সম্পাদক রবীন দে, উইলিয়াম কর্মকার, এলেক্স, মনোজ বিশ্বাস, ঈশান, স্তব, শিউলী কর্মকার, বুলবুলি দে ও বেবী বিশ্বাস সহ অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।