বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাকির হোসেন সরদার বলেছেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই তরুণদের হাত ধরেই পৃথিবীতে বড় বড় বিজয় ও সাফল্য এসেছে ।তরুণ ও তারুণ্য সবসময় অপ্রতিরোধ ও দুর্জেয়। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে তারুণ্যের ভূমিকা অপরিসীম।
মঙ্গলবার(১৪ই জানুয়ারী) বিকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা সভাপতির বক্তব্যে এমনটাই বলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাকির হোসেন সরদার।
তিনি তরুন শিক্ষার্থীদের উদ্দ্যেশে আরো বলেন, প্রত্যেকটি স্কুল থেকেই পুরস্কার পাবে, সেই লক্ষ্যে লেখাপাড়া করতে হবে। তোমরাই আগামী দিনে এদেশের কর্ণধর, তোমরাই পারো এদেশকে একটি শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে।
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে তারণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও বর্জ্য শূণ্যতা বিষয়ক র্যালী বের হয়। র্যালীটি ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উদয়পুর বাজারস্থ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
র্যালী শেষে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাকির হোসেন সরদার।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুস সাত্তার মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নজরুল ইসলাম, শায়েস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বসন্তপুর ইউনিয়নের আওতাধীন ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাঁচটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রচনা ও কুইজ প্রতিযোগিতা অংশ গ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয় হয়।