রাজবাড়ীর পাংশা উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।
মঙ্গলবার (২৮শে জানুয়ারি) সকালে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মতবিনিময় সভা শেষ পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
এছাড়া তিনি পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পাংশা পৌরসভা, পাংশা মডেল থানা, উপজেলা ভূমি অফিস, কলিমহর ইউনিয়ন ভূমি অফিস, কলিমহর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কমিউনিটি ক্লিনিক, মাছপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পৃথ্বীজ কুমার দাস, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং রাজবাড়ীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: এবাদত হোসেন, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: রাশিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহা: জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: তোফাজ্জেল হোসেন, উপজেলা প্রকৌশলী মো: খোয়াজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শাহ নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রবিউল ইসলাম, সাংবাদিক অধ্যাপক মো: ইজাজুল হক, সাংবাদিক মো: মোক্তার হোসেন ও সাংবাদিক এম.এ জিন্নাহ প্রমূখ।
উপজেলা শিল্পকলা একাডেমীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।
জানা গেছে, গত ১৩ জানুয়ারি রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিজ সুলতানা আক্তার যোগদান করেন। যোগদানের পর ১ম বারের মতো মঙ্গলবার তিনি পাংশা উপজেলায় সফর করেন।