রাজবাড়ীর ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারী সকাল ৮টায় রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
সকালে বিদ্যালয় মাঠ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে একুশের প্রভাত ফেরি বের হয়। প্রভাত ফেরিটি বিদ্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক তপন কুমার পাল, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মাহফুজা খানম লাখি, শিল্পি বেগম, আরিফা আক্তার উপস্থিত ছিলেন।