রাজবাড়ীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারী সকাল ৮টায় রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর বিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে কবিতা আবৃত্তি, কুইজ, রচনা লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস।
পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রবীর কুমার সেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ফজলুর হক, ৯ম শ্রেণীর ছাত্রী লুবাবা ও ৮ম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার সহ প্রমুখ।
এসময় বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মো: হাবিবুর রহমান, সমীরময় মন্ডল, শাখাওয়াত হোসেন, নুরন্নাহার বেগম মুন্নি, সহকারী শিক্ষক মো: সাহেদ আলী বিশ্বাস, মো: জাকির হোসেন, মো: সাদ্দাম হোসেন, মনোয়ারা খাতুন, বিভাষ দাস, খালেদা পারভীন. শাহমুদা জেরিন, সাজিয়া আফরিন, মনজয় কুমার বিশ্বাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষক মো: ফজলুল হক।