রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মহান একুশের প্রথম প্রহরে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়।
ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিমের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন কালে শিক্ষক প্রতিনিধি ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসমিন আক্তার পিয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো: হাবিবুর রহমান সরদার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহ মোস্তফা রশিদ আল কামাল, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী প্রভাষক মো: আলমগীর হোসেন, ক্রীড়া ও রোভার শিক্ষক একেএম সাইফুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
২১শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে কলেজের শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর কলেজের শিক্ষক মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম।
এসময় অন্যান্য শিক্ষকদের মধ্যে ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: নাদের হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মাজেদ আলী শেখ, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান শাহেব আলী বিশ্বাস সহ কলেজের কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।