বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো: আশরাফুল আলম, বিএএমএস,বিভিএমএস বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম সুশৃঙ্খল এবং সম্ভাবনাময় একটি বাহিনী দেশের আভ্যন্তরীন শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যরা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নতুন উদ্যমে সেবায় সর্বদা নিয়োজিত। চলমান সংস্কারের আওতায় যুগোপোযুগী প্রশিক্ষণ প্রযুক্তির ব্যবহার স্বচ্ছতা যথাযথ মূল্যায়ন জবাবদিহিতা ও কার্যকর নেতৃত্ব অনুসারী দর্শনের সমন্বয়ে এই বাহিনীর অগ্রযাত্রা সর্বজন বিধি হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী ২০২৫) রাজবাড়ী আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
এসময় তিনি আরো বলেন, দেশ গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য এক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে । দেশের তৃনমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এই বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন মৈৗলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জনগনের দৌড়গোড়ায় পৌছে দেয়ার সক্ষমতা রাখে। ছাত্রজনতার অভ্যুন্থানে থানা সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে নিরাপত্তা সংকট মোকাবেলায় ও আইন শৃঙ্খলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে এছাড়াও সড়কের নিরাপত্তাহীনতার ও ট্রাফিক ব্যবস্থাপনার সংকট মোকাবেলায় এই বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের দায়িত্ব পারন করেছে।
আয়োজিত এ জেলা সমাবেশের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজবাড়ী সুলতানা আক্তার। সমাবেশের আলোচনা সভার পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জেলা সমাবেশের কার্যক্রম উদ্বোধন করেন।
রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট রাজবাড়ী ড. মোস্তারী জাহান ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফ আল রাজীব, স্থানীয় সরকার, উপ-পরিচালক মল্লিকা দে, জেলা কমান্ড্যান্ট ফরিদপুর অরূপ রতন পাল,ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মো: জাকির হোসেন সহ অন্যান্য বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রশংসনীয় কাজের জন্য রাজবাড়ী জেলার আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।