রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১৫ই মার্চ) দিনব্যাপী কার্যক্রম উপলক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) বেলা ১২টায় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা: এস এম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মশালায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস (বাবু), সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম হিরণ, সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মো: শিহাবুর রহমান, সহ-সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: মাহফুজুর রহমান সহ জেলা পর্যায়ের ৪০জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।
এ বছর জেলায় ৪২টি ইউনিয়নের স্থায়ী ও অস্থায়ী মিলে ১০৬৬টির কেন্দ্র থেকে ১লক্ষ ৪৬ হাজার ২৩০ জন শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণ করবে।
কর্মশালা বিভিন্ন বিষয় তুলে ধরে তথ্য ভিত্তিক ভিডিও প্রদর্শন উপস্থাপনা করেন রাজবাড়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এবিএম নাঈম হাসান।