পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে হতদরিদ্র, অসহায় ১৭১০জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ই মার্চ) সকালে বসন্তপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়।
আনুষ্ঠানিক ভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন সরদার। বিতরণ কালে প্রত্যেক পরিবারকে ১০কেজি চাল দেয়া হয়।
এসময় বসন্তপুর ইউনিয়নের ট্যাগ অফিসার রাজবাড়ী সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মো: আব্দুর গফুর মোল্লা, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার মোল্লা, ইউপি সদস্য মো: জাহিদ শেখ, মো: শাহাবুদ্দিন মিয়া সেলিম, মো: আমিনুল হক মকু, নারগিস আক্তার নীলা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন সরদার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই লক্ষ্যে ঈদের আগেই সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ’র চাল সুন্দর ও সুষ্ঠ ভাবে বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৭১০ জনের প্রত্যেকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।