রাজবাড়ী সদর উপজেলা পরিষদে ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৫শে মে) সকাল ১০টায় সদর উপজেলার পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনের চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুরের সওজ ভবন মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষ সদর উপজেলার পরিষদের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ভূমি মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এরপর উপজেলা পরিষদের মিলনায়তনে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক সহ প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী ও মিজানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইউনুস মুন্সি।
জানা গেছে, ২৫ শে মে থেকে আগামী ২৭শে মে পর্যন্ত তিন দিনব্যাপী সদর উপজেলা পরিষদের হলরুমে এই ভূমি মেলা চলবে। উপজেলা পরিষদের হলরুমে ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে ১৫ টি স্টল দেওয়া হয়েছে। মেলার স্টল গুলো থেকে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে।