পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ১০৭৭টি হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২রা জুন) সকালে সুলতানপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আশিকুর রহমান এ কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় তিনি প্রত্যেক পরিবারকে ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করেন।
চাল বিতরণকালে ইউনিয়নের ট্যাগ অফিসার রাজবাড়ী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: ইসহাক আলী, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: জহির উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আকলিমা বেগম, মোছা: জাহানারা বেগম, মোছা: রেহেনা বেগম, সদস্য মো: বাকাউল হোসেন, মো: জাহিদ প্রামানিক, মো: জাহিদ প্রামানিক, মো: আ: ছালাম শেখ, মো: আবুল কালাম মোল্লা, মো: আবুল বাশার, মো: আমজাদ বিশ্বাস, মো: ফরহাদ শেখ, মো: ওহাব মোল্লা, মো: সাইফুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।