সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সহ মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৪ই আগস্ট) দুপুরে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করে হয়। এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড: কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: রেজাউল করিম পিন্টু, সদর উপজেলা আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো: তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান রোমান সহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।