বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত সরকারি বাংলা কলেজের মেধাবী শিক্ষার্থী সাগর আহম্মেদের করব জিয়ারত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির একাংশ।
শনিবার (১৭ই আগষ্ট) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে জেলা বিএনপির আহবায়ক এ্যাড: লিয়াকত আলী বাবুর নেতৃত্বে কয়েক শত নেতাকর্মী আসেন।
এসময় নিহত সাগরের পরিবারের সাথে কথা বলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (হারুন)।
তিনি সাগরের বাবাকে আশ্বস্ত করে বলেন, সাগরের হত্যার বিচার করা হবে, ইতিমধ্যেই শুরু হয়েছে। দেশের জন্য ইতিহাস তৈরী করেছে ওরা। ওদের জন্যই আজ দেশের তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীরা তাদের নায্য পাওনা বুঝে পেয়েছে।
তিনি আরো বলেন, আপনার এক সাগর হয়তো চলে গেছে তবে হাজারো সাগর আপনার সাথেই থাকবে। আপনারা দোয়া করবেন যেন দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ স্বাধীন-সার্বোভৌম রাষ্ট্রে যেন সুন্দরভাবে তার মতামত প্রকাশ করতে পারে।