রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও পথ সভা করেছে উপজেলা শ্রমিক দল।
শুক্রবার (২৩শে আগষ্ট) বিকালে উপজেলার মনি মুকুর কিন্ডার গার্ডেনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভার সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আবুল হোসেন।
বালিয়াকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: সোহেল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খাঁন, সাবেক সাধারন সম্পাদক খোন্দকার মমিউল আযম চুন্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান সান্ঠু, সাধারন সম্পাদক শাহ আলম প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, শ্রমিক দলের সহ সভাপতি মিঠু সরদার, দপ্তর সম্পাদক রুবেল হোসেন ও জেলা ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য খোন্দকার শফিউল আযম শিবলু প্রমূখ উপস্থিত ছিলেন।