বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা সেপ্টেম্বর) উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌরাট ইউনিয়ন শাখা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌরাট ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো: মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি সামসুল হুদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হুসাইন, পাংশা উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুর রহমান (কবির), সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন পাংশা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মহিউদ্দিন মানিক।
এ অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও অভিভাবক সহ অংশগ্রহণকারীদের হত্যা ও নির্যাতনকারীদের কঠোর বিচার দাবি করেন।
এছাড়া বক্তারা আরো বলেন, দেশ স্বাধীনের পর যে দলই ক্ষমতায় এসরছে কেই শাস্তিতে থাকতে পারে নাই। দেশে শান্তি ফিরে পেতে হলে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্টা করতে হলে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আনতে হবে।