রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি’র অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে কতিপয় বিএনপি নামধারীরা চাঁদাবাজি, দখলবাজি, মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় গোয়ালন্দ প্রেসক্লাব চত্বরে এ সকল কার্যক্রমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন করেছে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনি সম্পাদক মো: আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা গোয়ালন্দ উপজেলা বিএনপি’র কথিপয় নেতারা উপজেলার বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি, পতিতা পল্লীতে মাদক ব্যবসায় সহায়তা করা সহ সকল অপকর্মে নেতৃত্ব দিচ্ছেন। দলের এক অংশের নেতাকর্মীদের এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদ সম্মেলনে নেতারা।
এসময় গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক সানোয়ার আহমেদ সানু, পৌর যুব দলের সদস্য সচিব কামরুজ্জান কামরুল সহ সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।