রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে ফরিদপুরের মধুখালী উপজেলাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮শে অক্টোবর) দুপুর ৩ টায় মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে মধুখালী উপজেলা ও পৌর শাখা।
মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় টিমের অন্যতম ফরিদপুর অঞ্চল সদস্য মোঃ শামসুল ইসলাম আল বরাটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ ফরিদুল হুদা, মধুখালী পৌরসভা শাখার আমীর মাওঃ মোঃ রেজাউল করিম, উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা হেমায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী চৌধুরী সহ প্রমুখ।
মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক ছাত্রনেতা ফারুক আবদুল্লাহ ও যুবনেতা জিলান ফকির’র সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মধুখালী উপজেলা উলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওঃ নাজির আহম্মেদ, পৌরসভা শাখা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহঃ সাধারণ সম্পাদক, মোঃ কামাল হোসেন, উপজেলা শাখার মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফায়েক উদ্দিন মোল্লা, উপজেলা শ্রম সভাপতি ডাঃ আমির আলী, পৌর যুব শাখার সভাপতি জাহিদ-বিন-সিরাজ, উপজেলা যুব সভাপতি রাজিব হাসান, পৌর শ্রমিক সভাপতি ইমরান হোসেন, জামায়াতে ইসলামীর হিন্দু শাখা পরিষদের সভাপতি বিজন পাঠক ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল এসময় মধুখালী উপজেলা ও পৌর জামায়াতে ইসলামের শত শত নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।