রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিএনপি’র (খৈয়ম গ্রুপের) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই নভেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় এ কর্মী সভার আয়োজন করে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি।
দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মো: জলিল মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু।
সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খানের সঞ্চালনায় কর্মী সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.নাজিরুল ইসলাম তিতাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম ফকির, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহন মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান ডাক্তার প্রমুখ।
এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহারিয়ার আদনান নূর ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাইনদ্দিন সরদার, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পাল, উজানচর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গফুর খান, ছাত্র দলের আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী দিনে বিএনপি’র দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর সাংগঠনিক কার্যক্রম কে বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।