রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ই নভেম্বর) বিকালে শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দরা।
শহীদওহাবপুর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইব্রাহিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহীদওহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন কাশেম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদওহাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব শেখ, সদর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ মোল্লা, শহীদওহাবপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসমএস মুসা, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: রশিদুল ইসলাম সহ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন শহীদওহাবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ফজলুল হক সোবাহান ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান হাসান।
এসময় শহীদওহাবপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম নান্নু, যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম উজ্জ্বল, সাবেক সভাপতি মো: কালাম ঢালী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।