বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, নির্বাচন নিয়ে কোন টালবাহানা আমরা সহ্য করবো না। জনগণের ভোটের অধিকার ফিরিতে দিতে বিএনপি আন্দোলন করেছে। এদেশে বিএনপিই ফিরিয়ে দিবে ভোটের অধিকার। একটি কুচক্রিমহল বুঝতে পেরেছে, বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, এটাই তাদের ভয়।
গত বুধবার (২০শে নভেম্বর) বিকালে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির এ কথা বলেন তিনি।
যুবদলের সভাপতি আরো বলেন, শুধু পদ-পদবী নিয়ে রাজনীতি করার জন্য যদি আপনারা ব্যস্ত থাকেন, তাহলে রাজনীতি হবে না। আপনাদের অনেকেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। ভাবছেন দল ক্ষমতায়। আসলে কিন্তু ওই অবস্থায় নেই। আমাদের আন্দোলন কিন্তু এখনও শেষ হয় নাই। অনেকই ব্যস্ত হয়ে পড়েছেন কেউ ঘাট নিয়ে, কেউ বালুমহল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বুঝতে পারছেন না যে সামনে রাজপথের আন্দোলন আসতেছে। আমি বিএনপি’র কর্মী, তারেক রহমানের কর্মী। যতদিন রাজনীতি করতে পারবো, ততদিন বিএনপি’র কর্মী হিসেবে করবো। তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দেখিয়ে মানুষের মন জয় করতে হয়।
আব্দুল মোনায়েম মুন্না আরো বলেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের পোষ্য গুন্ডাদের খুজে বের করতে হবে। প্রশাসনের কাছে দাবী জানাই অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ জন্য আমাদের মাঝে কোন ভেদাভেট বা গ্রুপিং রাখা যাবে না। আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজপথে অতিথিদের মতো বেগবান হয়ে থাকবো।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, সদস্য আমান উল্লাহ আমান সহ প্রমুখ।
এছাড়া আরো বক্তব্য রাখেন রাজবাড়ী যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, সদস্য সচিব ইঞ্জি: আমিরুল ইসলাম ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ প্রমুখ।
এ যৌথ সভায় রাজবাড়ী জেলা, ৩টি পৌরসভা ও ৫টি উপজেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।