রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ে কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২শে নভেম্বর) বিকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
আলীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফারুকুল ইসলাম হিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট মো: নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ভগিরতপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ মোঃ আব্দুর রাজ্জাককের বিরুদ্ধে গত ২০১৮ সালে নির্বাচনের পূর্বে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়। সেই মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক মাদ্রাসার চাকুরী পূণরায় বহাল ও পূর্ণ বেতন দেয়ার জোর দাবী জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ সাইয়্যেদ আহম্দে খান, সদর উপজেলার নায়েবে আমীর হাফেজ মোঃ মোবারক হোসেন, রাজবাড়ী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ রবিউল ইসলাম, বরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ দিদার হুসাইন খান, রাজবাড়ী জুট মিলস্ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ শিহাবুদ্দিন সহ প্রমুখ।
জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন আলীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফারুকুল ইসলাম হিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্ব রাজবাড়ীর চেতনা শিল্পী গোষ্ঠি ইসলামিক সংগীত পরিবেশন করেন। এসময় আলীপুর ইউনিয়ন জামায়াতের প্রায় ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।