দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা ডিসেম্বর) বিকাল ৫টায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন রুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদওহাবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: ফজলুল হক কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মো: নঈম আনসারী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির’র সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম শফিউদ্দিন আহমেদ (কাশেম), ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান মন্ডল সহ প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ: আজিজ মোল্লা, শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ: রব শেখ, সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো: কালাম ঢালী, শহীদওহাবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুস সালাম শেখ, ইউনিয়ন যুবদলের আহবায়ক আ: আব্দুর রশিদ, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব সহ প্রমুখ।
কর্মী সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান হাসান। এসময় অনুষ্ঠানে শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।