রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮শে জানুয়ারি) বিকেল ৫টার দিকে বহরপুর বাজারে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশ গ্রহণে এ বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল। মিছিলটি বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের বহরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসলাম উদ্দীন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি করে আসছেন, বিএনপির নেতাকর্মীরা যেন শান্ত থেকে দলের পুনর্গঠনে কাজ করে। বিএনপির কোন নেতাকর্মীর দ্বারা যেন কোন মানুষ লাঞ্ছিত না হয়। কিন্তু এই বহরপুর ইউনিয়নে কিছু বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁজাবাজি ও মাদক ব্যবসা করে চলেছে।’
বিলাল বলেন, ‘এই গ্রুপটি ৫ আগস্টের আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন অপকর্ম করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বড় বিএনপি হয়ে গেছে। এখন বিএনপির নাম ভাঙিয়ে তারা বিভিন্ন অপকর্ম করছে। তারা বহরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আকিজ গ্রুপের জেলা পরিবেশক মুহাম্মদ হারুন অর রশীদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে হারুন অর রশীদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।’
এলাকাবাসীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা আরও বলেন, ‘যারা বিএনপির নামে চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসবে, তাদেরকে তাৎক্ষণিক বেঁধে রেখে পুলিশে খবর দিবেন। পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার জন্যই আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বহরপুরের মাটিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না।’