রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেছেন, এ দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসীদের রাজত্ব প্রতিহত করতে হবে। ছাত্রদল শিক্ষার পরিবেশ নষ্ট করে রাজনীতি করে না। শিক্ষার সুষ্ঠ পরিবেশ ছাত্রদলের কর্মীদের নিশ্চিত করতে হবে। এ দেশের মানুষের কল্যাণে ও দেশে শান্তি প্রতিষ্ঠায় বিএনপি’র হাতকে শক্তিশালী করতে হবে।
সোমবার (৩রা ফেব্রুয়ারী) বিকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারের কাছে ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে আহত যে সকল শিক্ষার্থীরা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি, তাদের প্রয়োজনে দেশের বাইরে নিয়ে দ্রুত সুচিকিৎসা ব্যবস্থার দাবি জানান।
কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যোর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।
এছাড়াও সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, রেজাউল করিম সরদার রিপন, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, সহ-সভাপতি হীরা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অমি মন্ডল, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, কালুখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মাসুদ রানা, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মন্ডল প্রমুখ।
এ সময় সম্মেলনে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলভি, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান ছানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।