রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন বিএনপি’ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।
রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন মিঞার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক এ্যাডঃ রকিবুল হাসান রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ
রতনদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মেহেদী আল মনছুরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা।
এছাড়াও অন্যান্যের মধ্যে মৃগী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রব দুলাল, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান মন্ডল, রতনদিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মন্ডল।
এ সময় কালুখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরে আলম টিটো, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার কামাল আহমেদ উজ্জ্বল, রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম জোয়াদ্দার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খালেক শেখ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হোসেন আলী শেখ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তৈয়ব আলীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু বলেন, বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করতে আসলে বেঁধে ফেলবেন। কোন চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজের জায়গা রাজবাড়ীর মাটিতে হবে না।
তিনি বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য সাধারণ মানুষের জন্য।
কর্মী সম্মেলনে রতনদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র কর্মীদের সমর্থনে মোঃ জাকির সরকারকে সভাপতি, মোঃ মুক্তার খাঁনকে সাধারণ সম্পাদক ও মোঃ শামসুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।