কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাড: আসলাম মিয়া বলেছেন, তৃণমুল পর্যায়ের জনগণই এদেশের মুল শক্তি। দীর্ঘ দিন যাবৎ আমরা এদেশে একটি ফি ফেয়ার নিবার্চন চেষ্টা করেছি। জুলুমবাজ ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, শুধু মাত্র জনগনের সরকার প্রতিষ্ঠার জন্য। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দাবী জানাই, অনতিবিলম্বে এদেশে একটি নির্বাচন দিবেন, সে নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এ দেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবেন।
বৃহস্পতিবার (২০শে মার্চ) বিকালে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে আয়োজিত বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড: আসলাম মিয়া।
এসময় তিনি আরো বলেন, দলের নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থাকতে হবে। রাজবাড়ী জেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠন। দীর্ঘদিন যাবৎ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসররা এই অঞ্চলে বিএনপি’র ঘাটিকে ভাঙ্গার চেষ্টা চালিয়েছে। বিগত ১৭বছর ফ্যাসিষ্ট সরকারের আমলে দূর্দিনেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গিয়েও জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছে। তাই আমাদের নেতাকর্মীদের সবসময় সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর, সুলতানপুর, বসন্তপুর ও মূলঘর ইউনিয়ন বিএনপি’র যৌথ উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
এসময় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আয়োজিত অনুষ্ঠান নেতৃত্বদানকারী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদস্য সচিব মজিবুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলার ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৫ হাজার তৃণমুল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।