পবিত্র মাহে রমজানের ২১তম দিনে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২শে মার্চ) বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিলস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ সৈয়দ আহম্মদ খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসেন সহ প্রমুখ।
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর আব্দুল কাইয়ুমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা শাখার সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শহীদওহাবপুর ইউনিয়ন খেলাফতে মসলিসের সভাপতি হাফেজ মাও: মামুনুর রশিদ। এসময় শহীদওহাবপুর ইউনিয়নের সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহণ করেন।